Site icon suprovatsatkhira.com

যশোরে ৫ স্বেচ্ছাসেবীকে চিলড্রেন’স হ্যাভেন অ্যায়ার্ড প্রদান

যশোর অফিস: ‘লক্ষ কোটি হতাশ প্রাণে, স্বপ্নের বীজ যবই বুণে’ এ স্লোগানকে সামনে রেখে ২০১২ সালে যশোর জেলায় যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন চিলড্রেন’স হ্যাভেন। ২৮ জন সুবিধাবঞ্চিত শিশু ও ৭ জন ভলেন্টিয়ার নিয়ে পথচলা শুরু হয়। বর্তমানে ৫টি জেলায় প্রায় ২শ জন শিশুর নিয়মিত লেখাপড়ার খরচ, চিকিৎসা সেবা, সাংস্কৃতিক চর্চাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সাড়ে তিন’শর অধিক স্বেচ্ছাসেবী রয়েছে। গুণীজনদের পরামর্শ, দানশীলদের অনুদান ও স্বেচ্ছাসেবীদের পরিশ্রমে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় চিলড্রেন’স হ্যাভেন।
এসব স্বেচ্ছাসেবীদের অনুপ্রেরণা যোগাতে বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে ‘চিলড্রেন’স হ্যাভেন অ্যায়ার্ড’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি এসএম আল মাহমুদের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন চিলড্রেন’স হ্যাভেনের আর্ন্তজাতিক পরামর্শদাতা মালগোরাযাতা, যশোর আব্দুল রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএ ইকবাল হোসেন, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, চারুতীর্থের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী ইমদাদুল হক, সমাজসেবক শফিকুর আজাদ ও উপশহর মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ফারহানা নাহিদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যশোর জেলা সভাপতি হুমায়ুন কবির। এ সময় অতিথিবৃন্দ যশোর জেলায় বর্ষসেরা স্বেচ্ছাসেবী তাইজুল ইসলাম, বর্ষসেরা তহবিল সংগ্রাহক ফাইরুজ ইকবাল রোজ, বর্ষসেরা শিক্ষক বরণ্য সরকার অর্ক, বর্ষসেরা ছাত্র মরিয়ম খাতুনকে চিলড্রেন হ্যাভেন অ্যায়ার্ড প্রদান করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version