নভেম্বর ২৯, ২০১৮
যশোরে ৫ স্বেচ্ছাসেবীকে চিলড্রেন’স হ্যাভেন অ্যায়ার্ড প্রদান
যশোর অফিস: ‘লক্ষ কোটি হতাশ প্রাণে, স্বপ্নের বীজ যবই বুণে’ এ স্লোগানকে সামনে রেখে ২০১২ সালে যশোর জেলায় যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন চিলড্রেন’স হ্যাভেন। ২৮ জন সুবিধাবঞ্চিত শিশু ও ৭ জন ভলেন্টিয়ার নিয়ে পথচলা শুরু হয়। বর্তমানে ৫টি জেলায় প্রায় ২শ জন শিশুর নিয়মিত লেখাপড়ার খরচ, চিকিৎসা সেবা, সাংস্কৃতিক চর্চাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সাড়ে তিন’শর অধিক স্বেচ্ছাসেবী রয়েছে। গুণীজনদের পরামর্শ, দানশীলদের অনুদান ও স্বেচ্ছাসেবীদের পরিশ্রমে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় চিলড্রেন’স হ্যাভেন। 8,639,183 total views, 4,182 views today |
|
|
|