আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জেএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়েছে এক কলেজ ছাত্রী। এ ঘটনায় তাকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে প্রক্সি দিতে এসেছিল ওই ছাত্রী।
কেন্দ্র সচিব ড. শিহাব উদ্দীন জানান, কেন্দ্রের ১২ নম্বর কক্ষে ত্রয়োদশ পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী বাইনতলা গ্রামের আবু বক্কর সানার মেয়ে স্বপ্না খাতুনের (রোল নং ৪০২৯০২) ইংরেজি ২য় পত্র (অনিয়মিত) পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু তার স্থলে দক্ষিণ বড়দল গ্রামের রুহুল আমিনের আশাশুনি সরকারি কলেজে পড়–য়া মেয়ে মাসুরা খাতুন বোরখা পড়ে পরীক্ষা দিতে বসে। তার আচরণে আমাদের সন্দেহ হলে আমরা তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করি। এক পর্যায়ে মেয়েটি নকল পরীক্ষার্থী বলে স্বীকার করে।
বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজাকে জানালে তিনি ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালতে অনুপস্থিত স্বপ্না খাতুনকে বহিষ্কার এবং নকল পরীক্ষার্থীকে তিন হাজার টাকা জরিমানা করে মুক্তি প্রদান করেন।