নভেম্বর ১৭, ২০১৮
ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী রোকনুজ্জামানকে বাঁচাতে সহযোগিতা কামনা
শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: বিধ্বস্ত ক্লান্ত শরীর। চোখের নিচে জমেছে কালি। পরিচিত কাউকে দেখলে চোখ দিয়ে অঝোর ধারায় ঝরে পানি। দিন দিন কমে আসছে শক্তিও। সামনে কাউকে দেখলে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে কাঁদে আর বলে, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। কে জানত মাত্র ২২ বছরের যুবক রোকনুজ্জামান শরীরে বাসা বাঁধবে ঘাতক ব্যাধি ক্যান্সার। যে ছেলেটির স্বপ্ন ছিলো লেখাপড়া শিখে বাবা-মার স্বপ্ন পূরণ ও সংসারে স্বচ্ছলতা আনার। কিন্তু বর্তমানে তার সামনে মৃত্যুর হাতছানি। তবে উন্নত চিকিৎসা করাতে পারলে বাঁচতে পারবে এই মেধাবী শিক্ষার্থী। সেই সাথে বাঁচবে মা-বাবা ও পরিবারের স্বপ্ন। 8,987,271 total views, 4,444 views today |
|
|
|