নভেম্বর ১০, ২০১৮
পাইকগাছা যুবলীগের আনন্দ মিছিল
পাইকগাছা ব্যুরো: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণায় পাইকগাছা যুবলীগের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পর সারা দেশে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হওয়ার একপর্যায়ে শনিবার সকালে উপজেলা যুবলীগের উদ্যোগে পৌর সদরে আনন্দ মিছিল শেষে চৌরাস্তা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন এস,এম, শামছুর রহমান, এস,এম, রেজাউল হক, প্রভাষক ময়নুল ইসলাম, গৌরাঙ্গ মন্ডল, বাবুল হোসেন বাবু গাইন, জি,এম, খালেকুজ্জামান, শাহরাবুল ইসলাম প্রিন্স, মানব সানা, জহুরুল হক সানা, শহিদ গাজী, হাফিজুর রহমান রিন্টু, শেখ ফারুক হোসেন, মিজান বাবু, রাজেশ সানা, ঘেদু গাইন, এস,এ, রব, সাইদ হোসেন, তুষার মন্ডল, পার্থ সানা, আজিজুল ইসলাম, আমজাদ হোসেন, নিত্যানন্দ, ইকবাল হোসেন, প্রমুখ। 8,703,867 total views, 800 views today |
|
|
|