নভেম্বর ১৫, ২০১৮
পাইকগাছায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা পৌর সদরের ইউনিভার্স্যাল এডাস স্কুল ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পরীক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্কুল মিলনায়তনে স্কুল সভাপতি সাবেক কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্তর সভাপতিত্বে ও প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রদীপ সরকার, কাউন্সিলর রবি শংকর মন্ডল, সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ, দেবব্রত রায়, জগদীশ চন্দ্র রায়, গাজী শহিদুল ইসলাম খোকন, সুভাষ মন্ডল, অখিল মন্ডল, দীপংকর মন্ডল, সুরঞ্জন মন্ডল, শেখ মিথুন মধু, অভিভাবক শ্যামলী মজুমদার, সন্ধ্যা দেবনাথ, রওশানারা পারভীন, শুক্লা দত্ত, লাকি সরকার, শিক্ষক লতিকা রাণী সানা, প্রভা স্বর্ণকার, তানসিনা ইসলাম লাবু, তানজিলা নাহার, শিউলী বিশ্বাস, নাজমুন নাহার, বাবলু সরকার, একান্ত মন্ডল, অতিষ সরকার, মৃগাঙ্গ সরকার, শিক্ষার্থী শামীম নাফিস, তুর্য সরকার, শেফালী মজুমদার ও মন্দিরা গাইন। 8,704,109 total views, 1,042 views today |
|
|
|