পাইকগাছা ব্যুরো: পাইকগাছা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এবং উপজেলা প্রাণি সম্পদ দপ্তর আয়োজিত ৪ দিন ব্যাপী “নিরাপদ মাংস উৎপাদন ও গরু মোটাতাজাকরণ বিষয়ক খামারীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সকালে প্রাণি সম্পদ দপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা পার্থ প্রতীম রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন।
বক্তব্য রাখেন উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম ও এসএম কামরুল আবেদীন, প্রশিক্ষণার্থী আব্দুল ওহাব বাবলু ও নাসরিন সুলতানা। প্রশিক্ষণে ৩০জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।