দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটা উপজেলা শ্রমিক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সখিপুরে ইমারাত শ্রমিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইশারাত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক ও ইউপি সদস্য আসমোতুল্লাহ গাজী আসমান, পারুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন সভাপতি পরাণ চন্দ্র সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম, আশিষ ঘোষ, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সদর ইউনিয়ন সভাপতি রাজিব হোসেন জজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন সাধারণ সম্পদক রবিউল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক আজিজুল।