নভেম্বর ৩, ২০১৮
চাম্পাফুলে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা শেখ রাসেল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
বাপ্পী সরকার, চাম্পাফুল: ‘খেলাধূলাকে হ্যাঁ বলি, মাদককে না বলি’ এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জের চাম্পাফুল শেষ হলো আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় শেখ রাসেল স্পোর্টিং ক্লাব ও সখিপুর ফুটবল একাদশ। এতে ২-১ গোলে সাতক্ষীরা শেখ রাসেল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 9,015,936 total views, 465 views today |
|
|
|