নভেম্বর ১, ২০১৮
কৃষ্ণনগরে স্কুলের সাথে শত্রুতা!
জামাল উদ্দীন, কৃষ্ণনগর (কালিগঞ্জ): সকালের আলো ফুটে ওঠার সাথে সাথে মানুষের আনাগোনা বাড়তে লাগলো। স্কুলের পাশে চায়ের দোকান। দোকানে চা খেতে আসা মানুষ দেখতে পেল স্কুলের বারান্দায় বেশ কিছু ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়েছে। কাছে গিয়ে দেখা গেল শুধু বারান্দায় নয় স্কুলের শ্রেণিকক্ষের জানালা দিয়ে ভিতরেও ফেলা হয়েছে আবর্জনা। শুধু কি আবর্জনা, মানুষরূপী কেউ প্রসাব করেছে শ্রেণিকক্ষের ভেতরে। এসব দেখে তো সেসব মানুষের রাগে চোখ রাঙা হয়ে গেল। যাচ্ছেতাই বলে গাল দিলেন কেউ কেউ। এমনই কা- ঘটেছে কালিগঞ্জের কৃষ্ণনগরে। ইউনিয়নের কিষাণ মজদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে রাতের অন্ধকারে ঘটানো হয়েছে এই ঘটনা। 8,944,707 total views, 457 views today |
|
|
|