জামাল উদ্দীন, কৃষ্ণনগর (কালিগঞ্জ): কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল কেন্দ্রে পি.এস.সি এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে।
এই কেন্দ্রে পি.এস.সিতে ৩২৭ জনের মধ্যে ৩২০জন উপস্থিত ও ৭ জন অনুপস্থিত ছিল।
এছাড়া ইবতেদায়ী সমাপনীতে ১০৬জনের মধ্যে ১০জন অনুপস্থিত ছিল।
কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম। হল সুপারের দায়িত্ব পালন করেন সোনাতোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিন্দাবন বিশ্বাস। সহকারি হল সুপার ছিলেন নাছরুল উল্ম দাখিল মাদ্রাসার সহ-সুপার মাও. শেখ শফিউল্লাহ।