কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও বেসরকারি সংস্থা ডিআরআরএর সহযোগিতায় প্রতিবন্ধীদের সাত দিনব্যাপী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার রতনপুর ইউনিয়নের সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের সিএস ও কোর্স অর্ডিনেটর বাবলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডিআরআরএর প্রোগ্রাম অফিসার জিএম আনজির হোসেন ও দেবাশীষ ঘোষ, ডিআইএ নজিফা খাতুন প্রমুখ।
১৮ থেকে ২৫ বছর বয়সী ৩০ জন প্রতিবন্ধী যুবক ও যুবতী সাত দিনব্যাপী মৎস্য চাষ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।