কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুরে আছিয়া লুৎফর প্রিপারেটরি স্কুলে মা সমাবেশ ও পিএসএসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্যদের সভাপতি মনজুর লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা একেএম মোস্তাফিজুর রহমান। স্কুলের প্রধান শিক্ষক জিএম রফিকুল ইসলামের ব্যাবস্থাপনায় ও সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারি কর্মকর্তা রমেন্দ্র কুমার বাছাড়, স্কুলের পরিচালনা পর্যদের সহ-সভাপতি আছিয়া লুতফর রহমান, কমিটির সদস্য নুরুল আমিন মোড়ল, শিক্ষক ফেরদৌস হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আছিয়া লুৎফর প্রিপারেটরি স্কুল থেকে পিএসসি পরীক্ষার্থী ২৮ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।