নভেম্বর ১৬, ২০১৮
কালিগঞ্জের আ’লীগ নেতা প্রফুল্ল সরকার আর নেই
![]() কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের তারালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সমাজ সেবক ও তেঁতুলিয়া গ্রামের প্রফুল্ল সরকার (৬৫) আর নেই। শুক্রবার ভোররাতে স্টোকজনিত কারণে তেঁতুলিয়ায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি তারালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তারালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং আমিয়ান রসিকানন্দ গৌর মঠের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে গেছেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃতদেহ শুক্রবার দুপুরে তেঁতুলিয়া শ্মশানে সৎকার করা হয়। 9,172,948 total views, 18 views today |
|
|
|