দুর্গো পাড়ি দিয়ে আনবো ছিনিয়ে গড়বো সতীর্থের বিজয় নিশান, তারুণ্য চলবে এগিয়ে বিজয়ের বিজয়ে। আয়রে সবাই ছুটে আয় এগিয়ে, চলবি আজ উর্ধ্বের উর্ধ্বোসারে, বাঁধা পেলে দিবি তারে পলক জলে ভাসিয়ে। দুর্বিস্বরে চলবে উৎসবের সৃজন মানবো না রে আজ দূরদর্শিরতার মানা, আজ চলবেই চলবে শাশ^ত কল্যাণের ভাষণ। সুপ্তি মগ্নে শংকিত যারা আশ্বাস যোগাবে তাদের জীর্ণ সমাজপুঞ্জ অভয়মন্ত্রে দীক্ষিত তারা। যারা ক্রন্দিছে নিখিল বন্দিদশায় আলোক পথের নিশানাই নেতৃত্ব দেবে নবীনরাই।
8,705,367 total views, 2,300 views today