নভেম্বর ৫, ২০১৮
ইউপি চেয়ারম্যান এনামুল সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পুনর্নির্বাচিত
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। ম্যানেজিং কমিটি পুনঃগঠন ও সভাপতি নির্বাচনের লক্ষ্যে রোববার বিকালে নবনির্বাচিত সদস্য গণের উপস্থিতিতে বিদ্যালয় মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হন। এ সময় উপস্থিত ছিলেন, প্রিজাইডিং ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, প্রধান শিক্ষক আমিনুর রহমান, অভিভাবক সদস্য মোস্তফা সানা, পলাশ চন্দ্র ঢালী, বিভূতি ভূষণ মন্ডল, সুব্রত কুমার রায়, জুলেখা বেগম, শিক্ষক প্রতিনিধি অপূর্ব কুমার রায়, আব্দুল গফুর বিশ্বাস, প্রতিমা ব্যানার্জী, সহকারী প্রধান শিক্ষক বীরেন্দ্র কিশোর মন্ডল, শিক্ষক পরিমল চন্দ্র মন্ডল, নির্মল চন্দ্র বৈরাগী, অসীম সানা, শহীদুল্লাহ, লতিকা ঢালী, গৌরঙ্গ কুমার ঢালী ও জোবায়ের হুসাইন। 8,486,908 total views, 238 views today |
|
|
|