সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বিশেষ মহড়া প্রদর্শন করেছে উপজেলা প্রশাসন ও আশাশুনি থানা পুলিশ। রোববার (১১ নভেম্বর) বিকালে আশাশুনি থানা চত্বর থেকে এ মহড়া শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আশাশুনি সাতক্ষীরা সড়কের বুধহাটা বাজারে গিয়ে শেষ হয়।
মহড়ার নেতৃত্ব প্রদান করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা ও সহকারি পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) শেখ ইয়াছিন আলি। এসময় প্রশাসনের পাশাপাশি র্যাব-৬ খুলনার একটি টীম, আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি বড় দল দৃষ্টি নন্দন এ মহড়ায় অংশ গ্রহণ করেন।