সৌমেন মজুমদার, তালা: তালায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এ সময় উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. সরওয়ার হোসেন, উপ সহকারি মো. মফিজুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবিন্দ্র নাথ দাশ, ব্যাক ওয়াশের উপজেলা ম্যানেজার মেজবাহুল হক প্রমুখ।