অক্টোবর ২৩, ২০১৮
মণিরামপুরে পাঁচ শহীদের স্মরণ সভা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে মণিরামপুরে শহীদ পাঁচ সূর্য সন্তানের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার চিনাটোলা বাজারের হরিহর নদীর তীরে স্থানীয় শহীদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে শহীদদের সমাধিস্থলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদের সভাপতিত্বে ও নিজাম উদ্দীনের সঞ্চালনায় সভায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৭১’সালে যশোর জেলায় পরিচালিত ইপিসিপি (এম-এল) এর সশস্ত্র বাহিনীর অধিনায়ক লেখক-গবেষক ও জাতীয় সম্পদ রক্ষা কমিটির নেতা নূর মোহাম্মদ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক ও পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান, পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, জাকির হোসেন হবি, শহীদ আসাদুজ্জামান আসাদের সহোদর মোহাম্মাদ শফিকুজ্জামান, শহীদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান কাবুল, আসাদ স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক আবুল বাশার সাইফুদ্দৌলা, জেলা ইউনাইটেড কমিউনিস্টলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, জেলা গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি আশুতোষ বিশ্বাস, শহীদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির যশোর জেলা আহবায়ক অ্যাডভোকেট শহীদ আনোয়ার হোসেন, জেলা গণতান্ত্রিক পার্টির সহ-সম্পাদক কামরুল হক লিকু, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি শ্যামল শর্মা, জাতীয় ছাত্রদলের সদস্য মধুমন্ডল বিশ্বাস, মুক্তিযোদ্ধা হেরমত আলী, শহীদ পাঁচ সূর্য সন্তানের সাথে থেকেও প্রাণে বেঁচে যাওয়া সিরাজুল ইসলাম, প্রত্যক্ষদর্শী শ্যামপদ নাথ প্রমুখ। এর আগে শহীদ সমাধিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন শহীদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটি, ওয়ার্কাস পার্টি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, আসাদ স্মৃতি সংঘ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ছাত্রমৈত্রী, জাতীয় ছাত্রদলের নেতৃবৃন্দ। 8,584,716 total views, 1,402 views today |
|
|
|