পি সি রায়ের অসাম্প্রদায়িক আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, দুর্লভ ছবি প্রদর্শন, স্মরণিকার মোড়ক উন্মোচন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র পি সি রায়ের ৭৪তম মহাপ্রয়াণ দিবস উদযাপিত হয়েছে। আচার্য প্রফুল্লচন্দ্র সাহিত্য পরিষদের উদ্যোগে শনিবার (২৭ অক্টোবর) সকালে পাইকগাছার কাটিপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, পি সি রায় শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, একাধারে তিনি ছিলেন শিক্ষাবিদ, শিল্পপতি, রসায়নবিদ, সমাজসেবক, সাহিত্যিক, রাজনীতিক ও সমবায় আন্দোলনের পুরোধা।
বক্তারা আরো বলেন, বিজ্ঞানী পি সি রায় মারকিউরাস নাইট্রাইট রসায়ন শাস্ত্রের মৌলিক পদার্থ আবিষ্কার করে সারা বিশ্বকে শুধু চমকে দেননি, তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অসাধারণ প্রতিভার অধিকারী। চির কুমার এ বিজ্ঞানী তার জীবনের অর্জিত সকল সম্পত্তি আর্ত মানবতার সেবায় দান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বক্তারা বিজ্ঞানীর আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পাঠ্যপুস্তকে বিজ্ঞানীর জীবনী সম্পর্কিত একটি অধ্যায় চালু করার দাবী জানান। পাশাপাশি বিজ্ঞানীর নামে বিশ্ববিদ্যালয় স্থাপন, তার প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠান জাতীয়করণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামে ভবন নির্মাণসহ মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান জাতীয়ভাবে পালনের দাবী জানান। আচার্য প্রফুল্লচন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি রণজিৎ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সীতেশ চন্দ্র বাছাড়। উদ্বোধক ছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক মনোরঞ্জন ঘোষাল। প্রধান আলোচক ছিলেন, খাদ্য মন্ত্রাণালয়ের উপ-সচিব সমীর কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট স ম বাবর আলী, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অবসর প্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর নিমাই চন্দ্র মন্ডল, ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কবি সুহৃদ সরকার। স্বাগত বক্তব্য রাখেন, আচার্য প্রফুল্লচন্দ্র সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক উত্তম কুমার দাশ। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক অশোক কুমার বসু, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, সাবেক সহ-সভাপতি বি সরকার, ডা. পঞ্চানন চক্রবর্তী, পিযুষ কান্তি দাশ, আহাদ আলী গোলদার, মফিজুল ইসলাম, আছাদুল্লাহ হক মিঠু,গাজী শাহজাহান সিরাজ ও শিক্ষার্থী মৌসুমি পাল। অনুষ্ঠান পরিচালনা করেন, সাহিত্য পরিষদের সহ-সভাপতি গণেশ হালদার।