অক্টোবর ২৪, ২০১৮
খেশরায় দেড় কিলোমিটার রাস্তায় দুর্ভোগে হাজারো মানুষ
মনজুরল হাসান বাবুল, খেশরা (তালা): তালার বালিয়া বটতলা থেকে খেশরা ইউনিয়ন পরিষদ পর্যন্ত বেহাল প্রায় দেড় কিলোমিটার সড়কে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এই সড়কে চলাচল করতে গিয়ে বালিয়া-তেঘরিয়াসহ পার্শ্ববর্তী ছয় থেকে সাত গ্রামের মানুষের যেন দুঃখের শেষ নেই। 8,889,922 total views, 815 views today |
|
|
|