অক্টোবর ২৮, ২০১৮
কলারোয়ার সোনাই নদীতে চোরাকারবারীদের ফাদে আটকে বিজিবি সদস্যের মৃত্যু
নিউজ ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী সোনাই নদীতে চোরাকারবারীদের ফাঁদে আটকে পানিতে ডুবে রফিক (৩৫) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ভাদিয়ালী সীমান্তে এ ঘটনা ঘটে। কাকডাঙ্গা বিওপিতে কর্মরত রফিক ল্যান্স নায়েক পদমর্যাদার একজন সদস্য। তিনি সম্প্রতি কাকডাঙ্গা ক্যাম্পে যোগদান করেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। স্থানীয়রা জানান, বাংলাদেশ ও ভারতের চোরাকারবারীরা নদীর পানির নিচ দিয়ে পণ্য আনা-নেয়ার জন্য দড়ি রেখে দেয়। এই পাশে পণ্য দড়িতে বেধে সেই দড়ি ওই পাশে টেনে নেয়া হয়ে থাকে। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মহিউদ্দীন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 8,604,500 total views, 12,379 views today |
|
|
|