কালিগঞ্জ প্রতিনিধি: হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মথুরেশপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে চিংড়া আদর্শ যুব সংঘ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। গোপাল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন।
সভায় অশোক হাউলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক গোবিন্দ মন্ডল, সদস্য সচিব অসিত সেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কার প্রমুখ। আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে অশোক হাউলীকে সভাপতি, সুকুমার মন্ডলকে সাধারণ সম্পাদক ও পরিমল হাউলীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।