অক্টোবর ১৭, ২০১৮
মণিরামপুরে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে পাবলিক পরীক্ষার কেন্দ্র
![]() মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে আসন্ন জেএসসি, এসএসসি ও সমমানের পরীক্ষার ১৩টি কেন্দ্র ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান উল্লাহ শরিফী এমন সিদ্ধান্ত নিয়েছেন। গত সোমবার বিকেলে ইউএনও’র কার্যালয়ে আয়োজিত এক সভায় কেন্দ্র পরিচালনা কমিটিকে পরীক্ষা শুরু হওয়ার আগে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দিয়েছেন তিনি। স্ব-স্ব কেন্দ্রে অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যৌথভাবে নিজেদের অর্থায়নে আগামী ১০ দিনের মধ্যে এই ক্যামেরা স্থাপনের জন্য বলা হয়েছে। পরীক্ষার কেন্দ্রের পরিবেশ বজায় রাখতে ইউএনও এমন উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। তবে ইউএনওর এমন নির্দেশনা নিয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। 9,173,191 total views, 261 views today |
|
|
|