অক্টোবর ৩১, ২০১৮
ভবদহের জলাবদ্ধ অঞ্চলে বস্তাবন্দি মাটিতে সবজি চাষ করে সফলতার মুখ দেখছে প্রান্তিক চাষীরা
আব্বাস উদ্দীন, মণিরামপুর (যশোর): ভবদহের জলাবদ্ধ অঞ্চলে বস্তাবন্দি মাটিতে সবজি চাষ করে সফলতার মুখ দেখছে প্রান্তিক চাষীরা। নিচু জলাবদ্ধ জমিতে বস্তায় মাটি ভরাট করে সার-পানি দিয়ে তাতে বিভিন্ন জাতের সবজির বীজ বপন করে নতুন এই পদ্ধতিতে সবজি চাষ করে জলাবদ্ধতাকে জয় করেছেন যশোরের মণিরামপুরের ভবদহ অঞ্চলের অনেক প্রান্তিক কৃষক। ভবদহ এলাকার কৃষক আলী আকবর তার ৩৫ শতক পতিত নিচু জমিতে এই পদ্ধতিতে সবজি চাষ করে তিনি বেশ সফলতা পেয়েছেন। পাশাপাশি তার দেখাদেখি এলাকার আবু সাঈদসহ অনেক কৃষক এ পদ্ধতিতে সবজি চাষ করে লাভবান হয়েছেন। কৃষক আকবর আলী তাই অনেকের কাছে অনুকরনীয় ও প্রেরনার দৃষ্টান্ত। 8,495,267 total views, 3,045 views today |
|
|
|