যতদূর চোখ মেলে দেখা যায়, পথের দুধারে বাবলা বৃক্ষ ছায়া বিলায়, আর তুমি একাগ্র চোখে তাকিয়ে আছো দূরে, যেখানে নীল আকাশ- আর নদীর ঘোলা জল মিলিত হয়েছে এক তীরে। ধুলি কণায় পদাঘাত করে কাঁচা পথ বেয়ে, তোমার পানে এগিয়ে যাচ্ছি অপলক নয়নে তাকিয়ে, যেন মনে হলো- তুমি প্রকৃতির রঙের মাঝে মিশেছো, আর মনের অগোচরে প্রকৃতির রঙে স্বর্ণালী কল্পলতা আঁকছো। যাহাতে আমার সাড়া জাগানো ডাকে পাইলাম না আকর্ষণে, অতঃপর তাকালে স্বপ্নময় মায়াবী নয়নে। ইহাই যে প্রকৃতির আপন রূপলাবণ্য। যাহা মন গহীনে সৌন্দর্যের মায়াবী কাব্যতায় করে ধন্য।
9,171,208 total views, 1,203 views today