মণিরামপুর (যশোর) প্রতিনিধি: ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এ শ্লোগানকে সামনে রেখে যশোরের মণিরামপুরে নিরাপদ সড়কের দাবিতে স্থানীয় কালের কণ্ঠ শুভ সংঘের উদ্যোগে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে মণিরামপুর পৌর শহর প্রদক্ষিণ করে মিছিলটি তাহেরপুর মোড়ে সমাবেশে মিলিত হয়। সভায় সংগঠনের সভাপতি মো. শফিকুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আব্দুল আলীম, রনিত কুন্ডু, মাহফুজুর রহমান, রিপন ঘোষ, মো. রিজভী, আবু হুসাইন, রেজাউনুল ইসলাম শুভ, মুস্তাফিজুর রহমান, মুন্না হাসান, শাওন ইসলাম, নুর হুসাইন, দিপ্র বিশ্বাস, ইব্রাহিম খলিল, সুকান্ত চৌধুরী, মাসুম বিল্লাহ, রাফাতুল করিম, আব্দুল বারী ও কালের কন্ঠের প্রতিনিধি অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার প্রমুখ।
8,423,281 total views, 7,054 views today