কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের ঐহিত্যবাহী নাজিমগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী, রাজ শপিং সেন্টার, সালাম ফ্যাশন, গাইন ফ্যাশন ও গাইন প্লাস’র সত্ত্বাধিকারী আব্দুর রাজ্জাক গাইন আর নেই। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত নরিম বক্স গাইনের ছেলে।
মঙ্গলবার (৯ অক্টোবর) ভোর ৫টার দিকে অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সৎ, সহজ সরল, নির্লোভ ও সদালাপী ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। মঙ্গলবার বাদ যোহর বসন্তপুর ঈদগাহ ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।