কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ আলীকে সভাপতি, মাহমুদ হাসান রনিকে সাধারণ সম্পাদক ও আবুল কালামকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
আগামী ৩ বছরের জন্য অনুমোদিত ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে নলতা ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাহমুদ হাসান রনি’র সভাপতিত্বে ও আফছার হোসাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা ইউনিটের সদস্য সচিব লায়লা পারভীন সেজুঁতি।
বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি ও কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নলতা ইউনিয়নের ডেপুটি কমান্ডার গোলাম রসুল, বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, মুক্তিযোদ্ধার সন্তান রিয়াজুল ইসলাম ও মোহাম্মদ আলী।