নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) সকালে কলেজের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন পাড়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন প্রধান শিক্ষক আবু ইসহাক, ডা. জসীম উদ্দীন, ঠিকাদার জাহাঙ্গীর হোসেন, নাট্যকর্মী জি.এম জহিরুল ইসলাম, সহ-অধ্যাপক আব্দুল্লাহ সিদ্দিকী, সহ-অধ্যাপক ফারুক হোসেন, আহছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুলের পরিচালক ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজ, কে.বি আহছানউল্লা জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রীকুমার বসাক, সদস্য শাহাদাৎ হোসেন প্রমুখ। পরে জাকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।