ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়ায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন’র সভাপতিত্বে ও গ্রাম আদালত সহকারি আশা ঘোষ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সমন্বয়কারী শওকাত হোসেন, ইউপি সদস্য এসএম আ. রব, রোকেয়া খাতুন বেবী, গোলাম মোস্তফা প্রমুখ।
স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহায়তায় সহযোগী সংস্থা ওয়েব ফাউন্ডেশন’র বাস্তবায়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় গ্রাম আদালত গঠন ও কিভাবে প্রসার করা যায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।