কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে পূজাম-প পরিদর্শন করলেন শ্যামনগর উপজেলা আ’লীগের শাখার সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা-৪ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আতাউল হক দোলন।
মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় মন্দির পরিদর্শনে এসে তিনি উপস্থিত ভক্তবৃন্দকে শুভেচ্ছা জানান। একই সাথে নৌকায় ভোট দিয়ে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নেওয়ার আহবান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সুশান্ত কুমার বাবু লাল, সাঈদ সুমন, কৃষ্ণনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আহম্মেদ সুরুজ, নুরুজ্জামান টুটল, ফারুক, ফয়সাল প্রমুখ।