কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ও উপজেলার কুশুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গোলাম আযমের মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৮) দুই দিন ধরে নিখোঁজ রয়েছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে জান্নাতুল বাড়িতে থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে বুধবার (১০ অক্টোবর) সকালে জান্নাতুলের মা শাহানাজ পারভীন কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর- ৪০০, তারিখ ১০/১০/১৮ খ্রিঃ।