শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: সড়ক দুর্ঘটনা ও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দুই ড্রাইভারের পরিবারকে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে চেক প্রদান করা হয়েছে।
রোববার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-খুলনা-৯৫০) এর প্রধান কার্যালয়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি ড্রাইভার সরোয়ার হোসেনের স্ত্রী নুরনাহার বেগমকে ১০ হাজার টাকা ও মিয়ারাজ হোসেনের স্ত্রী আম্বিয়া খাতুনের হাতে ৫ হাজার টাকার চেক তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, কালিগঞ্জ সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল হামিদ, মো. টুটুল, সহ-সভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ বাবুল হোসেন, সড়ক সম্পাদক শাহীন বাবুসহ শ্রমিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৬ মে ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দহ গ্রামের মৃত আব্দুল আওয়াল হাওলাদারের ছেলে ড্রাইভার সরোয়ার হোসেন (৪৫)। এছাড়া গত ২০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন শ্যামনগর উপজেলার মাজাট গ্রামের আনছার মহাজনের ছেলে ড্রাইভার মিয়ারাজ হোসেন (৪৩)।