কালিগঞ্জ প্রতিনিধি: জাতীয় স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষ্যে কালিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী অমল কান্তি রায়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা জামিরুল হায়দার, উপজেলা সহকারি সেটেলমেন্ট অফিসের বেঞ্জ সহকারী নুর মোহাম্মদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাংবাদিক শেখ শাওন আহমেদ সোহাগ, রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক আরাফাত আলী, নবযাত্রা প্রকল্পের ওয়াস অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, নলতা পল্লী সমাজ উন্নয়ন কেন্দ্রের প্রধান হিসাব রক্ষক একরামুল হোসেনসহ শিক্ষক, সাংবাদিক ও সুধিবৃন্দ।
সভায় জাতীয় স্যানিটেশন মাস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।