কালিগঞ্জ/ধলবাড়িয়া প্রতিনিধি: কালিগঞ্জে বিষপান করে লিটন গাজী (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। লিটন সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের খুব্দীপুর গ্রামের আবু সাঈদ গাজীর ছেলে।
কালিগঞ্জ থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লিটন গাজী পারিবারিক কলহের জেরধরে বিষপান করে। পরিবারের সদস্যরা বুঝতে পেরে প্রথমে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরবর্তীতে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে কারও কোন অভিযোগ না থাকায় পুলিশ মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার নং- ৩৫, তারিখ, ০৩.১০.১৮।