কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরের বেড়াখালীতে প্রায় তিন কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। এর ফলে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে ১৭৬ পরিবার।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) বেলা ১২টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য শুকলাল মন্ডলের সভাপতিত্বে বেড়াখালী কালীমন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুতের সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন ডা. পরিতোষ সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অসিত সেন, সমাজসেবক শশ্মান স্বর্ণকার, রনজিত সরকার প্রমুখ।
এসময় সংযোগপ্রাপ্ত পরিবারের সদস্যসহ দু’শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা বিদ্যুতের সুবিধা পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে মিষ্টি বিতরণ করেন।