কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে জামায়তের চার কর্মীকে আটক করা হয়েছে। তারা হলেন, উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ব্রজোপাটুলিয়া গ্রামের মৃত শাহামত আলীর ছেলে শহিদুল ইসলাম মিস্ত্রী (৪৩), একই গ্রামের মৃত কাসেম আলী মিস্ত্রীর ছেলে নুর মোহাম্মদ মিস্ত্রী (৫০), বাহার আলী গাজীর ছেলে সবুর আলী গাজী (৪৫) ও নলতা ইউনিয়নের সেয়ারা গ্রামের মৃত কামাল উদ্দিন গাজীর ছেলে কওছার আলী গাজী (৫৫)।
থানা সূত্রে জানা যায়, কালিগঞ্জ থানা পুলিশ রোববার (২৮ অক্টোবর) রাতে পৃথক অভিযান চালিয়ে জামায়াতের এই চার কর্মীকে আটক করেন। আটককৃতদেরকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।