কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে চুরির সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুই ব্যক্তিকে উপজেলার তারালি থেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, খুলনার দাকোপ উপজেলার নবীননগর গ্রামের রফিকুল ইসলাম কারিকরের ছেলে আবু মুছা (২৬) ও একই উপজেলার নলিয়ান গ্রামের হজরত আলীর ছেলে শওকাত মোল্লা (২৪)।
কালিগঞ্জ থানা সূত্রে জানা যায়, বুধবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে তারালী বাজারে সন্দেহজনক ঘোরাফেরার সময় চোর সন্দেহে স্থানীয় জনতা আবু মুছা ও শওকাত মোল্লাকে আটক করে থানায় খবর দেয়। পরবর্তীতে থানার উপ-পরিদর্শক সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের দুই জনকে বৃহস্পতিবার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।