আমার দেশের ছবি দেখে হবে না কারো বিশ্বাস সবুজ শোভা পাখপাখালি বন্ধ করবে নিশ্বাস।
ফসলের মাঠে কাজ শেষে মিতালী সুরের গান কোকিল কণ্ঠ আর যা বলো সবই হার মানান।
অনেক আশা অনেক স্বপ্ন দেখে কৃষক রোজ কাজের মাঝে জীবন কাটে রাখে না অন্য খোঁজ।
আমার দেশের সবুজ বন সত্যি আকুল করা পৃথিবীতে এমন সুখের দিন আমার দেশই সেরা।
8,987,357 total views, 4,530 views today