অদক্ষ নারী কেন আজি বিদেশ গমন করো? দক্ষ হয়ে স্বদেশেতে আপন ভূবন গড়ো। অজানাতে রাখছো তুমি অগ্নি শিখায় পা, পড়ছে আজি তোমার গায়ে নানা রকম ঘা। দেশে দেশে ঘটছে কতো লোমাঞ্চ যোজনা, সৌদি আরবে দেহলোভী যতো দিচ্ছে ইজ্জতে হানা। সইছে নারী জীবন জ্বালা ভাঙছে কতো ঘর, বিদেশ ফেরত নারীর জুটছে নাকো বর। অদক্ষ নারী পেটের দায়ে যাচ্ছো কেন বিদেশ? বিপদ ক্ষণে থাকবে নাকো কেহ, হায়নায় করবে শেষ।
9,015,941 total views, 470 views today