কাদাকাটি (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির কুল্যা ইউনিয়নে ১৬ দলীয় অজয় স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কাটিপাড়া ফুটবল দল জয়লাভ করেছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) বিকেলে মহিষাডাঙ্গা ফুটবল মাঠে মহিষাডাঙ্গা বলাকা যুব সংঘের আয়োজনে খেলায় সাতক্ষীরার গোয়ালপোতা ফুটবল একাদশ ও পাইকগাছা উপজেলার কাটিপাড়া ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়।
এতে কাটিপাড়া ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে গোয়ালপোতা ফুটবল একাদশকে হারিয়ে জয়লাভ করে।
খেলাটি পরিচালনা করেন বরুন কুমার সানা, বাবলুর রহমান ও শিমুল হোসেন। ধারাভাষ্যে ছিলেন চিত্তরঞ্জন বিশ্বাস ও দিলীপ গাইন।