আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলায় ছেলেদের হ্যান্ডবল ইভেন্টে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়, মেয়েদের হ্যান্ডবল ও ফুটবল ইভেন্টে আশাশুনি বালিকা বিদ্যালয় সাব-জোন চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত খেলায় হ্যান্ডবল (বালক গ্রæপ) অন্য কোন দল উপস্থিত না হওয়ায় আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
বিকালে বালিকা গ্রæপে আশাশুনি বালিকা বিদ্যালয় হ্যান্ডবল ও ফুটবল খেলায় গোদাড়া বালিকা দলকে পরাজিত করে আশাশুনি সদর সাব-জোন চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন আনিছুর রহমান, জিএম বেলাল হোসেন ও ইমরান হোসেন। মঙ্গলবার (৪ সেপ্টম্বর) একই মাঠে উপজেলা পর্যায়ে বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে।