সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সখিপুরে ২০১৭-১৮ অর্থ বছরের ৭৩টি পরিবারের মাঝে বিনামূল্যে রিং-স্লাব বিতরণ করা হয়েছে। রোববার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এডিপির অর্থায়নে এই রিং-স্লাব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য নির্মল কুমার মণ্ডল, মোকলেছুর রহমান, আরতী রানী ঘোষ, মোনাজাত আলী, হাফিজুর রহমান, আলফাতুন নেছা, সমাজসেবক মোস্তাফিজুর রহমান কাজল, ফারুক হোসেন প্রমুখ।