দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটার সখিপুরে ভিজিডি কার্ডের চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত থেকে চাউল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য মোকলেছুর রহমান, আকবর আলী, পরিতোষ বিশ্বাস, আব্দুল করিম, হাফিজুর রহমান, আবুল হোসেন, রেহানা ইসলাম, আলফাতুন্নেছা, আরতী রানী প্রমুখ। অনুষ্ঠানে ৪১৪ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়।