পারুলিয়া প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় ভ্যান-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ছকির আলী (৫৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। তিনি পারুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব চরের মৃত ফকির আহম্মেদের ছেলে।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশাশুনির বেলিয়াপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সাড়ে ৬টার দিকে ভ্যান চালক ছকির আলী যাত্রী নিয়ে পারুলিয়া হতে আশাশুনির কালিবাড়ি মোড়ের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বেলিয়াপুর নামক স্থানে পৌঁছুলে কালিবাড়ি দিক থেকে আসা মোটরসাইকেলর সাথে সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক ও যাত্রীরা ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় ভ্যানচালক ছকির আলীকে সাতক্ষীরা সদর হাসপাতলে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। রোববার বাদ জোহর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।