সেপ্টেম্বর ১৭, ২০১৮
দেবহাটায় মারপিটে আহত ১
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার হাদিপুরে ট্রলিসহ ভারী যানবাহন চলাচলে রাস্তা নষ্ট হওয়ায় হাদিপুরে গ্রামের জিন্নাত মিস্ত্রীর ছেলে জেহের আলী রাস্তায় গাছ পুতে রাখে। রাস্তাটি বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ায় একই গ্রামের মজিবর গাজীর ছেলে আবু বকর নিজের টাকায় রাস্তা সংস্কার করতে বালু নিয়ে আসে। সেই স্বার্থে আবু বকর রাস্তার উপর থেকে গাছের ডাল দুইটি উপড়ে ফেলে। এসময় জেহের আলী ও আবু বকরের মধ্যে বাকবিত-া শুরু হয়। এক পর্যায়ে জেহের আলী আবু বকরকে মারপিট করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে দেবহাটা থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। 8,765,478 total views, 6,038 views today |
|
|
|