কলেজ (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় ৪৭তম স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের সেমিফাইনালে টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় ও পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় জয় পেয়ে ফাইনালে উন্নীত হয়েছে। স্কুল দুটি আজ ফাইনালে মুখোমুখি হবে।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় দেবহাটা পাইলট হাইস্কুল মাঠে এই সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় ২-১ গোলে ভাতশালা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে এবং বিকাল সাড়ে ৪টায় পারুলিয়া এসএস হাই মাধ্যমিক বিদ্যারয় ১-০ গোলে সুবর্ণাবাদ সেন্ট্রাল হাই স্কুলকে পরাজিত করে ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। প্রসঙ্গত, ফাইনাল খেলাটি আজ বিকেল সাড়ে তিনটায় পারুলিয়া ফুটবল অনুষ্ঠিত হবে।