সেপ্টেম্বর ৩, ২০১৮
কালিগঞ্জের সাপখালী খাল ফের জনগণের জন্য উন্মুক্তের নির্দেশ প্রশাসনের, বিক্ষোভরত জেলেদের উল্লাস
ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জ উপজেলার সাপখালী খাল ফের জনগণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে প্রশাসন। এ সময় খাল উন্মুক্তের দাবিতে বিক্ষোভরত জেলেরা উল্লাস করে খালে মাছ ধরতে শুরু করেন এবং নেট পাটা অপসারণে নেমে যান। প্রসঙ্গত, স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে নানা প্রতিক‚লতা উপেক্ষা করে গত ৩১ জুলাই কালিগঞ্জের সহকারী কমিশনার (ভ‚মি) নুর আহমেদ মাসুম সাপখালী খালের নেটপাটা অপসারণ করেন। এ ঘটনায় খাল দখলকারী নুরুল ইসলাম মোড়ল সহকারী কমিশনার (ভ‚মি) নুর আহমেদ মাসুম ও কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমানের নামে দুই কোটি টাকার মাছ লুটপাটের অভিযোগ করেন। এই অভিযোগ তদন্ত শেষে স্থানীয় সরকারের উপ-পরিচালক শাহ আব্দুল সাদী কালিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা শাহীনকে আরএস রেকর্ড অনুযায়ী ১নং খাস খতিয়ানভুক্ত হওয়ায় সাপখালী খাল জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেন। 8,769,783 total views, 1,506 views today |
|
|
|