সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সখিপুরের ৬নং ওয়ার্ডের মেম্বর নির্মল কুমারের বাড়ি থেকে তিনটি বিষধর পদ্মাগোখরো সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে একটি সাপ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দিলে সাপটি ওই ইউপি সদস্যের বাড়ির কাঠের ঘরে ঢুকে পড়ে। স্থানীয়রা সাপটি খুঁজতে গেলে গোয়াল ঘরের ভেতরে আরো দুইটি সাপ দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় সাপগুলো মারা হলে বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমতে থাকে।
এ ব্যাপারে ইউপি সদস্য নির্মল কুমার বলেন, আমরা মাঝে মাঝে একটি সাপ দেখতে পেতাম। বুধবার সকালে কাঠের ঘর থেকে তিনটি সাপ মারা হয়। সাপগুলো মারার পরেও আমরা সংকামুক্ত হতে পারছি না।